শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বাঁচা-মরার ম্যাচ জিতে প্লে-অফে ওঠার আশা তামিমের


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:২১

ফাইল ছবি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে অপেক্ষা করছে বড় সমীকরণ। বিপিএলের প্লে-অফে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের। ওই ম্যাচের প্রতিপক্ষ চট্টগ্রাম ও খুলনা টাইগার্সের মধ্যে যারাই জিতবে, তারাই প্লে-অফে পা রাখবে। আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেখানে খুলনাকে হারিয়ে প্লে-অফে যেতে বেশ আত্মবিশ্বাসী দলটির ওপেনার তানজিদ হাসান তামিম।

গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার আত্মবিশ্বাস ছিল আমি যদি উইকেটে থাকি, সেটা আমার এবং দলের জন্যও ভালো। শেষ ম্যাচটা হয়তো আমাদের জন্য ডু অর ডাই হবে। কারণ ওই ম্যাচটা যদি জিততে পারি তাহলে কোয়ালিফাই করতে পারব। সবারই আশা থাকবে। বেশি কিছু আমরা চাপ নেব না। নরমালি আমরা ম্যাচটা খেলার চেষ্টা করব।’

টি-টোয়েন্টিতে যে কেউই যে কাউকে হারাতে পারে বলে মনে করেন তামিম, ‘টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল এরকম কখনোই হয় না। যেসব দল নিজেদের দিনে সেরা ক্রিকেটটা খেলবে, তারাই টি-টোয়েন্টিতে জিতবে। কখনোই আমরা সেভাবে চিন্তা করি না আমরা ছোট দল নাকি বড় দল। আমরা মাঠে আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করেছি। সেরা ফলাফলটাই এসেছে আমাদের দিক থেকে।’

গতকাল ব্যাট হাতে তানজিদ তামিম ৭০ রান করেন, যা চলতি আসরে তার দ্বিতীয় ফিফটি। এছাড়া ৪৯ এবং ৪১ রানের দুটি ইনিংসও আছে এই ওপেনারের। নিজের ব্যাটিং নিয়ে তামিম বলেন, ‘আজকে যেহেতু দ্রুত উইকেট চলে গেছে, আমি আর (টম) ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে জুটি গড়ার। বেশি চার্জ না করার। বাজে বলের জন্য অপেক্ষা করেছি। যদি স্ট্রাইক রোটেট করি এবং বাজে বল পাই, এরপর বাউন্ডারির জন্য যেতে পারলে ভালো হতো আমাদের জন্য। আমি আর ব্রুস সেটা ভালোভাবেই করতে পারছি।’

উল্লেখ্য, এখন পর্যন্ত বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তারা সবার আগে পরবর্তী রাউন্ডে পা রেখেছে। মোটামুটি প্লে-অফ নিশ্চিত কুমিল্লারও, ১৪ পয়েন্ট পেয়েছে লিটন দাসের দলটি। এখনও তাদের ৩ ম্যাচ বাকি। এছাড়া সমান ১০ ম্যাচে ফরচুন বরিশাল ও চট্টগ্রামের পয়েন্ট ১০। সমান পয়েন্ট পাওয়া খুলনা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। আগেই বিদায় নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top