ভারতে সড়ক দুর্ঘটনায় চার ক্রিকেটারের মৃত্যু
প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:২৯

ভারতে সড়ক দুর্ঘটনায় চার তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ক্রিকেটারদের বহন করা একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন মৃত্যুবরণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটেছে।
একটি মিনিবাসে করে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় একটি ক্রিকেট প্রতিযোগীতায় অংশ নিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। কিন্তু পথিমধ্যেই মিনিবাসটির সঙ্গে একটি সিমেন্ট মিক্সার ট্যাংকারের সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ৪ জন ক্রিকেটার। এছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।
আপনার মূল্যবান মতামত দিন: