ক্রিকেটের ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির উদ্ভাবক টনি লুইস মারা গেছেন
প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ১৮:২২
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:১৮

চলে গেলেন ডি-এল বা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির যৌথ উদ্ভাবকের একজন টনি লুইস। কাল রাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে ৭৮ বছর বয়সে মারা গেছেন লু্ইস, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইসিবি জেনেছে যে টনি লুইস এমবিই ৭৮ বছর বয়সে মারা গেছেন।’
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘টনি লুইসের মৃত্যুর খবর পাওয়াটা বোর্ডের জন্য দুঃখজনক। টনি এবং তার বন্ধু ফ্র্যাঙ্কের কাছে ক্রিকেট বিশ্ব ঋণী। আমরা তার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি।’
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে সঙ্গে ক্রিকেটে বৃষ্টির প্রভাব কমিয়ে আনার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন টনি লুইস। তাদের দুইজনের নামের শেষাংশ থেকেই এর নামকরণ করা হয় ডাকওয়ার্থ-লুইস মেথড।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে সঙ্গে ক্রিকেটে বৃষ্টির প্রভাব কমিয়ে আনার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন টনি লুইস। তাদের দুইজনের নামের শেষাংশ থেকেই এর নামকরণ করা হয় ডাকওয়ার্থ-লুইস মেথড।
আপনার মূল্যবান মতামত দিন: