রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


কোচ ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন


প্রকাশিত:
১৪ মে ২০২৪ ১১:১৫

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:০০

ছবি- সংগৃহীত

ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের ডেডিকেশনের প্রশ্ন কখনো ছিল না। সবসময় নিজের সবটুকু উড়াড় করে দিয়ে খেলেছেন, বা খেলছেন। আজ মঙ্গলবার সকালে ক্রিকেটাররা যখন বিশ্রামে কাটাচ্ছেন সাকিব তখন ব্যতিক্রম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে করছেন ব্যাটিং অনুশীলন।

দুইজন থ্রোয়ার নিয়ে সাকিব শান দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। সাকিবের এই অনুশীলনে আছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। খেলোয়াড় সাকিব বেশ অনেক আগে থেকেই নিজের ব্যক্তিগত পরামর্শের জন্য ছেলেবেলার কোচ ফাহিমের দ্বারস্থ হন।

সাকিব নিজের ব্যাটিং ভুলগুলো নিয়েই কোচ ফাহিমের সঙ্গে কাজ করছেন তিনি। নেটের বাইরে থেকে সেই ভুলগুলো নিয়েই সাকিবকে দেখিয়ে দিচ্ছেন ফাহিম।

২০২৩ বিশ্বকাপের মাঝপথেও সাকিব নিজের ব্যাটিং ঠিক করতে দেশে ফিরেছিলেন। সেবারও এই কোচ ফাহিমের অধীনেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো এক ফিফটি। এবারেও বিশ্বকাপের আগে সেই ফাহিমের অধীনেই নিজের ভুলগুলো নিয়ে কাজ করছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই নিজের ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই অফফর্মে তিনি। চোখের সমস্যার কথাও জানা গিয়েছে। এরপর থেকেই নিজের মাথার পজিশন বদলে ব্যাটিংয়ে অভ্যস্থ হতে সময় নিয়েছেন। মাঝে বিপিএলে রান পেলেও, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে করেছেন ২২ রান।

বিশ্বকাপে নিজের সেরাটা নিঙড়ে দিতে এর আগেও এমন একাকী অনুশীলন করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শেষেই ব্যাটিং অনুশীলন করেছিলেন। এবার বিশ্বকাপের দল ঘোষণার আগেও চলছে তার ব্যাটিং অনুশীলন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top