বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


কি করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন


প্রকাশিত:
৫ জুন ২০২৪ ১১:৪১

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৯:৪৪

ছবি- সংগৃহীত

মে মাসের ১৫ তারিখ আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। এরপর সেখানে পৌছে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে টাইগাররা। যে কারণে আলোচনা-সমালোচনার তীরে ব্যাপকভাবে বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া যথেষ্ট অনুশীলন না করে টিম হোটেলে থাকা নিয়েও উঠছে প্রশ্ন।

সে সব প্রশ্নের উত্তর জানালেন তাসকিন আহমেদ। ডালাসে অনুশীলন শেষে আজ গণমাধ্যমে এই পেসার বলেন, 'শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।'

তাসকিন আরও বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, 'প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।'

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের আগে অবশ্য বেশ কিছুটা সময় আছে। ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের সূচি বিচারে সবার শেষ দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে নিয়ে শঙ্কা আছে। তাসকিন খেলতে পারবেন এই ম্যাচে, এমনটাই আশা ফিজিওর। তবে শরিফুল খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top