শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


পিএসজিতে নিজের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন এমবাপে


প্রকাশিত:
৫ জুন ২০২৪ ১৪:৫৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৯

ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। ২০২২ সালেই স্প্যানিশ ক্লাবটিতে যোগদান প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন তিনি। এরপরও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। উল্টো পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করতে হয়। তবে এবার আর সেরকম কিছু হয়নি। রিয়ালে অবশেষে যোগ দিয়েছেন ফরাসি এই তারকা। নিজের স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর পিএসজিতে কেমন ছিল তাঁর অভিজ্ঞতা তা নিয়ে মুখ খুলেছেন তিনি।

এমবাপের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল এমবাপের। তবে তিনি চাইলে আরও একবছর বাড়িয়ে নিতে পারবেন এমন একটি শর্তও ছিল। তবে সে শর্তের দিকে আর এগোননি তিনি। পিএসজিকে তিনি জানিয়ে দেন, এরপর আর চুক্তি নবায়ন করবেন না তিনি।

এরপরই পিএসজির রোষানলে পড়তে হয় তাকে। এমনকি তাকে আর না খেলানোর মত সিদ্ধান্তও নেয়া হয়েছিল। এসব এবার নিজের মুখেই জানিয়েছেন এমবাপে। ফ্রান্সের হয়ে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্লাব আমাকে জানিয়েছিল যে আমি খেলার সুযোগ পাব না। তারা কথাটা উগ্রভাবে আমার মুখের ওপর বলেছে। লুইস এনরিকে এবং লুইস কাম্পোস আমাকে বাঁচিয়েছেন। তাঁরা না থাকলে আমি আবারও মাঠে নামতে পারতাম না।’

পিএসজিতে কিছু মানুষ এবং কিছু বিষয় তাকে অসুখী করেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পিএসজি আমি অসুখী ছিলাম না। সেটা (অসুখী) বললে যারা আমার পক্ষে ছিলেন তাদের মুখে চপেটাঘাত করা হবে—আমি সব সময়ই সুখী ছিলাম। কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় আমাকে অসুখী করেছে। কিন্তু আমার মতো খেলোয়াড় তা প্রকাশ করতে পারে না, কারণ, আমি নেতাও, তাই যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করেছি। কোচ, খেলোয়াড় ও ক্লাবের লোকজন আমাকে সমর্থন দিয়েছেন, তাই আমি অসুখী ছিলাম এটা বললে তা খারাপ দেখায়। কিন্তু কিছু বিষয় এবং কিছু মানুষ আমাকে অসুখী করেছে।’

এদিকে এমবাপের এমন মন্তব্যের পর পালটা উত্তরও দিয়েছে পিএসজি। সরাসরি না বললেও বার্তা সংস্থা এএফপিকে ক্লাবটির ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, ‘এমবাপ্পের কোনো মর্যাদাবোধ নেই। দল নিয়ে কোনো ব্যাপারেই নাসের আল খেলাইফি নাক গলান না। লুইস এনরিকে নিজেও এই কথা বলেছেন। কিন্তু তারপরও এমবাপ্পে কিছু বললেই লোকজন সেটি সত্য ভেবে ছাপায়।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top