এলপিএলে আজ মাঠে নামছেন তাসকিন
প্রকাশিত:
২ জুলাই ২০২৪ ১৩:১৬
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৯:২২

গতকাল পর্দা উঠেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। আর আজ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ।
আজ মঙ্গলবার (২ জুলাই) ক্যান্ডি ফেলকন্সের মুখোমুখি হচ্ছে কলম্বো স্ট্রাইকার্স। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।
এবারই প্রথম এলপিএলে খেলছেন তাসকিন। সব ঠিক থাকলে আজ রাতেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে তার। নিলাম থেকে ৫০ হাজার ডলারে এই ডানহাতি পেসারকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্স।
এদিকে গতকাল ডাম্বুলা সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত শুরুর পর খেই হারান এই বাঁহাতি পেসার। সবমিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি।
সুবিধা করতে পারেননি আরেক বাংলাদেশি ক্রিকেটার হৃদয়ও। দলের বিপর্যয়ে মুখে চার নম্বরে ব্যাট করতে নেমে ২ বলে ১ রানের বেশি করতে পারেননি এই তরুণ ব্যাটার।
আপনার মূল্যবান মতামত দিন: