বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বার্সা ছাড়তে চান জার্মান তারকা, যা বলছেন কোচ


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৪ ১১:৪০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৪

ফাইল ছবি

ম্যানচেস্টার সিটি থেকে এক মৌসুম আগে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার চুক্তির মেয়াদ দুই বছর হলেও, এখনই নাকি তিনি ক্লাব ছাড়তে চাচ্ছেন। ঠিক কী কারণে তার এই চাওয়া সেটি জানা না গেলেও, নতুন কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে কোনো বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কথা বলেছেন বার্সেলোনার এই জার্মান কোচও।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এক প্রতিবেদনে বলছে, গুনদোয়ান তার ক্লাব ছাড়তে চাওয়ার কথা বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন। বর্তমানে ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল চলছে। আর সেই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই বার্সা ছাড়তে চান এই তারকা মিডফিল্ডার। গতকাল লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে খেলেছে বার্সা। তবে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে ছিলেন না গুনদোয়ান। বলা হচ্ছে তিনি চোটে পড়েছেন।

সংবাদমাধ্যমের খবর, ৩৩ বছর বয়সী বার্সার জার্মান তারকা তুরস্কের ক্লাবে যাওয়ার জন্য মনস্থির করেছেন। যদিও এখনও কোনো ক্লাবের আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি গুনদোয়ানের কাছে। জোসে মরিনিয়োর ক্লাব ফেনারবাখ কিংবা তুর্কি জায়ান্ট গ্যালাতাসারে আছে সেই তালিকায়। এ ছাড়া সৌদি আরবের ক্লাবও জার্মান এই তারকার জন্য আগ্রহ দেখাচ্ছে।

এদিকে, গতকালের ম্যাচ শেষে গুনদোয়ানের ক্লাব ছাড়ার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হয় বার্সা কোচের কাছে। জবাবে ফ্লিক বলেছেন, ‘আমার মনে হয় সে (গুনদোয়ান) বার্সা ছাড়তে চাচ্ছে। আইব্রোতে চোট পাওয়ায় সে আজকে মাঠের বাইরে ছিল, সে নিজ বাড়িতে অবস্থান করছে। আমি ইলকাইয়ের সঙ্গে কথা বলেছি, তবে আলোচনা বিষয়টা আমাদের মাঝেই থাকুক।’

তিনি আরও বলেন, ‘সে ধরনের খেলোয়াড় আমি তার প্রশংসা করি। তার সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে, যা হয়েছে তা আমি আর ও জানি। আমাদের সম্পর্কও বেশ ভালো। আমি তাকে আগে থেকেই জানি। আমি আশা করি সে (বার্সাতে) থাকবে।’ এর আগে ফ্লিক জার্মানি জাতীয় দলের কোচ থাকাকালেও তার অধীনে খেলেছিলেন গুনদোয়ান। যদিও পরবর্তীতে ২০২২ বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ফ্লিককে বরখাস্ত করা হয়।

এর আগে ২০২৩ সালে ম্যানসিটি থেকে বার্সায় যোগ দেন গুনদোয়ান। তার সঙ্গে কাতালানদের চুক্তি হয়েছিল দুই বছরের। তবে এই মুহূর্তে জার্মান মিডফিল্ডারের কাছে কোনো ক্লাবে প্রস্তাব এলে তাতে বার্সা বাধা দেবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর যদি তেমনটা হয় সম্ভবত ন্যু ক্যাম্পের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন গুনদোয়ান। এখন কোন ক্লাব তার নতুন ঠিকানা হয়ে আসে, সেটাই দেখার বিষয়!



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top