বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৩

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫১

ফাইল ছবি

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দাপুটে শুরু বাংলাদেশ নারী ‘এ’ দলের। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে রাবেয়া খানরা।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করতে ৭ উইকেটে ১১২ রানের বেশি পুঁজি গড়তে পারেনি স্বাগতিক মেয়েরা। জবাবে ১৮ দশমিক ৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় ইয়াং টাইগ্রেসদের।

টস জিতে প্রথমে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। স্বাগতিক দুই ওপেনার দারুণ শুরু পেয়েছিলেন। ৭৩ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন কৌশিনী নুথ্যাঙ্গা ও নেথমি পূর্ণা। তবে এরপরই বিপর্যয়ের শুরু।

৭২ থেকে ৭৬ মাত্র ৪ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় লঙ্কানরা। এরপর আর বেশিদূর এগোতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১১২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রান করেন ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা। এ ছাড়া আরেক ওপেনার নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ৪০ বলে ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা অনায়াসেই সারেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কার মারে ৪৪ বলে ৪৮ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top