শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৪, ১২ই আশ্বিন ১৪৩১


টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

আপডেট:
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩

ছবি-সংগৃহীত

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন সাকিব আল হাসান। এবার চলমান ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে একেবারে অবসরের ঘোষণাই দিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে, এমনটাই জানিয়েছেন তিনি। সাদা পোশাকে ক্যারিয়ারের ইতি টানবেন অক্টোবরেই ঘরের মাটিতে।

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।

একই সঙ্গে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এসব জানিয়েছেন সাকিব।

ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে তিনি খেলবেন কি না এমন এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গেও আলোচনা করেছেন জানিয়ে সাকিব আরও বলেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারে সাকিব বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল ২০০৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর দেশের মাটিতে একই সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু তাঁর। এরপর দেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ৯টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন ৫টি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top