শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


সাকিবের দলে না থাকার প্রশ্নে যা বললেন নতুন কোচ


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৪ ১৫:৫১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:২৬

ফাইল ছবি

দ্বিতীয় দফায় বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। গত সোমবার তাকে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ করা হয় ফিল সিমন্সকে। নিয়োগের ১৮ ঘণ্টা পর নতুন এই প্রধান কোচ ঢাকায় পা রাখেন।

দায়িত্ব গ্রহণের পর আজ (শনিবার) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী কোচ। এ সময় তিনি বাংলাদেশ দলের নতুন দায়িত্ব ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন।

দায়িত্ব নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখালেন সিমন্স। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারব।’

সাকিবের দেশে আগমন স্থগিত এবং হাথুরুর বরখাস্ত মিলিয়ে বিভিন্ন ঘটনায় উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। সেসব সরিয়ে ক্রিকেটেই মনোযোগ দেওয়ার কথা বললেন সিমন্স, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’

এরপর সাকিবের প্রসঙ্গে উঠলে আবারও সেটি এড়িয়ে ক্রিকেটে ফিরতে বলেন সিমন্স, ‘এটাও একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারব, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটি। ছেলেদের নজরেও আমি এটা রাখতে চাই।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী সোমবার (২১ অক্টোবর) থেকে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top