শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪ ১০:২৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:২৬

ছবি সংগ্রহীত

লম্বা সময় পর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ফিরল টেস্ট ক্রিকেট। পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি। ভারত সফর কেটেছে দুঃস্বপ্নে। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ফিরছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে। তাতে টস ভাগ্যটাও পাশে পেয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ।

এদিকে টসের আগে নিশ্চিত হয়েছে বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এদিন জাকেরকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জাকের।

বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top