শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


দল ঘোষণার আগেই ওয়ানডে খেলতে দেশ ছাড়ছেন ৪ ক্রিকেটার


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪ ১৪:১০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:০৭

ফাইল ছবি

চলছে টেস্ট। জ্যামাইকার এই টেস্টের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুয়ায়ী, ৮ তারিখ থেকে মাঠে গড়াবে একদিনের সিরিজ। সেই সিরিজের জন্য এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ। যদিও দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছে না সেটা একপ্রকার নিশ্চিত।

তবে সিরিজের দল ঘোষণা না হলেও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আজ সোমবার দেশ ছাড়ছেন চার ক্রিকেটার। চার জনের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ। সন্ধ্যা সাড়ে ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন এই চার ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

তবে ওয়ানডে সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। এর পেছনে আছে ইনজুরি সমস্যা। দলের নিয়মিত তিন ক্রিকেটারের ইনজুরির কারণে বেশ বিপাকেই রয়েছে টিম ম্যানেজমেন্ট। আগের সিরিজেই চোটে পড়ে ক্যারিবিয়ান সিরিজ থেকে পুরোপুরি ছিটকে পড়েন মুশফিকুর রহিম।

এদিকে টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত নাম তাওহীদ হৃদয়ের।

নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিসিবির নির্বাচকরা অপেক্ষায়, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার। মূলত এসবের অপেক্ষাতেই রয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল।

দ্বিতীয় টেস্ট শোষে ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top