জরুরিভিত্তিতে দেশে ফিরছেন সাকিব
প্রকাশিত:
২২ মার্চ ২০২১ ২০:২৪
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ০৪:৫০

দ্বিতীয় ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয়ে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তখন সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন।
রোববার (২২ মার্চ) ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে বিসিবি ও আকরাম খানকে নিয়ে করা সাকিবের বেশ কয়েকটি মন্তব্যের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের খেলাও এখন অনিশ্চিত প্রায়!
এরইমধ্যে জানা গেল, দেশে ফিরছেন সাকিব।
সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামবেন সাকিব।
এ খবরটি নিশ্চিত করে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানান, সপরিবারে আসছেন না সাকিব। একাই ফিরছেন।
প্রসঙ্গত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। যে কারণে নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম সরিয়ে নেন।
গত ১৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির ঘরে আলো করে আসে তাদের তৃতীয় সন্তান। সে হিসেবে নবজাতকের বয়স ছয়দিন মাত্র। ফুটফুটে ছেলেকে ছেড়েই এবার জরুরিভিত্তিতে দেশে ফিরছেন সাকিব।
সম্পর্কিত বিষয়:
সাকিব
আপনার মূল্যবান মতামত দিন: