শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


লিটনের বাজে ফর্ম নিয়ে হতাশার কথা জানালেন ফাহিম


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:১৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:০৫

ফাইল ছবি

২০২৪ সালে লিটন দাস খেলেছেন ৫ ওয়ানডে। যার মধ্যে ৩টিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচের একটিতে করেছেন ২ রান, অন্যটিতে ৪। এর আগে চলতি বছরের এপ্রিলে নতুন বলে ব্যর্থতার কারণে লিটনকে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে ফিরিয়ে আনা হয় ঢাকায়। পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে।

সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না। গেল এক বছরে নেই ১০ রান পেরোনো ইনিংস। সেঞ্চুরি কিংবা ফিফটির হিসেব মেলাতে যেতে হবে আরও অনেকটা দিন পেছনে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। যে কারণে এই ব্যাটারকে নিয়ে হতাশার কথা শোনালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

সিলেটে আজ (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, 'এটা খুব হতাশার বলব যে, লিটন কুমার দাস তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় খেলছে। ওই জায়গাটাতে ওর স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারলে দল বোধহয় বেশি উপকৃত হতো। ওপর থেকে জুটি হতে পারত, আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচে রান করতে হবে। যেভাবে আউট হচ্ছে বা যেভাবে রেসপন্স করছে প্রত্যেকটা ম্যাচে কিছু সমস্যা তার হচ্ছে।'

সমস্যা নিয়ে পরে ফাহিম আরও বললেন, 'স্লিপে বল যাচ্ছে, অফ স্ট্যাম্পে বিট হচ্ছে। আমি সিউর ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন, এটা নিয়ে কাজও করবেন। কারণ ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য সব ফরম্যাট খেলছে। এবং সে মাঝেমধ্যে অন্যরকম ক্রিকেট খেলেছে আমরা সবাই দেখেছি।'

বিসিবি পরিচালক অবশ্য লিটনের পাশে থাকার আহ্বান জানালেন, তিনি বিশ্বাস করেন দ্রুত ফিরবে সে, 'এটা খুব দুঃখজনক হবে যদি ওর কাছ থেকে আমরা সেরাটা বের করে না নিয়ে আসতে পারি। তবে এই মুহূর্তে তার খেলা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top