টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন রশিদ
প্রকাশিত:
২৬ মার্চ ২০২১ ০০:২৯
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ০২:৩৯

দীর্ঘদিন পর ছন্দপতন ঘটল আফগানিস্তানের স্পিন স্পেশালিস্ট রশিদ খানের।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বোলারদের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন তিনি। তাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ রিস্টস্পিনার তাবরাইজ শামসি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠলেন শামসি।
বুধবার (২৪ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পুরুষ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার ক্যাটাগরির হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, ৭৩৩ পয়েন্ট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠলেন শামসি। তার থেকে ১৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন লেগস্পিনার রশিদ খান।
অন্যদিকে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করেন তাবরাইজ শামসি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নেন ৩০ বছর বয়সী এই স্পিনার। সেই সিরিজের পর তিন ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে যান তিনি। সেই সময় রশিদের চেয়ে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন শামসি।
এবার তাকে হটিয়ে এই প্রথম র্যাংকিংয়ের চূড়ায় উঠলেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার।
তথ্যসূত্র: আইসিসি
সম্পর্কিত বিষয়:
টি-টোয়েন্টি
আপনার মূল্যবান মতামত দিন: