শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


বক্সিং ডে টেস্ট

কনস্টাসের ঝলমলে শুরুর দিনে বুমরাহর জবাব


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৭:৩৮

ফাইল ছবি

বক্সিং ডে’র শুরুটা একান্তই যেন নিজের করে নিলেন স্যাম কনস্টাস। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওপেনিং সমস্যা চলছিল ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই। স্টিভেন স্মিথকে দিয়ে কাজ হয়নি। ন্যাথান ম্যাকসুয়েইনি ব্যর্থ হয়েছেন নিজের প্রতিভা দেখাতে। সেদিক থেকে স্যাম কনস্টাসের শুরুটা বেশ আশাজাগানিয়া। তার ইনিংসটা বেশ বিনোদনই দিয়েছে সবাইকে। মেলবোর্নে খেলেছেন ৬৫ বলে ৬০ রানের ইনিংস।

স্যাম কনস্টাসের ব্যাটে অস্ট্রেলিয়ার দারুণ শুরুর পর মেলবোর্নে শেষ বিকেলে আগুন ঝড়িয়েছেন জসপ্রীত বুমরাহ। ২১ ওভার বল করে তিন উইকেট শিকার করেছেন তারকা এই পেসার।

প্রথম সেশনে দুর্দান্ত অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে সমানে সমানে লড়াই। শেষ সেশনে কামব্যাক ভারতীয় বোলারদের। বক্সিং ডে টেস্টের প্রথম দিন ‘কপিবুক’ টেস্ট ক্রিকেট দেখলেন মেলবোর্নের ৮৭ হাজার দর্শক। দিনের শেষে অজিদের স্কোর ৬ উইকেটে ৩১১ রান।

বোর্ডার-গাভাস্কার সিরিজের তিন ম্যাচ শেষে ফলাফল ১-১। সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। পিচে যে শুরুর দিকে বোলাররা একেবারে সাহায্য পাচ্ছিলেন না, তেমন নয়। কিন্তু অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস মেলবোর্নে শুরুটা দারুণ করেন।

যে বুমরাহ গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছেন, ১৯ বছর বয়সী কনস্টাস সোজা পালটা আক্রমণ করলেন সেই বুমরাহকেই। যার ফলে শুরুতেই তছনছ হয়ে যায় ভারতীয় বোলিং। হাফ সেঞ্চুরি করলেন মাত্র ৫২ বলে। কনস্টাস শেষমেশ ৬৫ বলে ৬০ রান করে ফেরেন জাদেজার বলে। অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন উসমান খাজাও। তিনি ৫৭ রান করে বুমরাহর শিকার হন।

দুই ওপেনারই শুরুটা দারুণ করে দিয়েছিলেন। তবে তাদের প্যাভিলিয়নে ফেরানোর পরও ভারত ম্যাচে ফিরতে পারেনি। অজি ইনিংসের হাল ধরেন লাবুশেন এবং স্টিভ স্মিথ। অজি মিডল অর্ডারের দুই স্তম্ভ ৮৩ রানের জুটি গড়েন। লাবুশেন যখন ব্যক্তিগত ৭২ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হলেন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ২৩৭। এরপর থেকেই কামব্যাক শুরু ভারতের।

আগের তিন ম্যাচে ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ানো ট্র্যাভিস হেড এদিন রানের খাতাও খুলতে পারেননি। তাকে শূন্য রানে ফেরান বুমরাহ। মিচেল মার্শের সিরিজটা এমনিই ভালো যাচ্ছে না। তিনি এদিনও আউট হন ৪ রানে। অ্যালেক্স কেরি এবং স্মিথ অবশ্য ফের জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোর ৩০০-র কাছে পৌঁছে দেন। শেষদিকে আকাশদীপ কেরিকেও ফিরিয়ে দেন। কিন্তু অন্য প্রান্ত একা সামলে রেখেছেন স্মিথ।

দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩১১। দুই অপরাজিত ব্যাটার স্মিথ ৬৮ রানে টিকে আছেন। অধিনায়ক কামিন্স খেলছেন ৮ রান করে। অন্যদিকে, বুমরাহর তিনটি ছাড়াও একটি করে উইকেট শিকার করেছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top