শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


গম্ভীর-রোহিতের অধীনে টানা ব্যর্থ ভারত- নতুন বছরে ভবিষ্যৎ কী?


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫ ১২:৪৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৭:৪০

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দলের ২০২৪ সাল শেষ হয়েছে ব্যর্থতা দিয়ে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। এই হারে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও চরম অনিশ্চয়তায়। এমন পারফর্ম্যান্সে কাঠগড়ায় এখন প্রধান কোচ গম্বভীর এবং অধিনায়ক রোহিত শর্মা।

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মধ্য দিয়ে প্রধান কোচ হিসেবে নিজের যাত্রার ইতি টানেন রাহুল দ্রাবিড়। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছেন গম্ভীর। তবে সাবেক এই ক্রিকেটারের অধীনে তেমন একটা সাফল্য পায়নি ভারত। উল্টো ব্যর্থতার পাল্লাই ভারী হচ্ছে।

গম্ভীর দায়িত্ব নেয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। লঙ্কানদের বিপক্ষে এটি ছিল ২৭ বছর পর একদিনের ক্রিকেটের সিরিজ হার। এছাড়া ২০২৪ সালে একদিনের ক্রিকেটে জয় পায়নি ভারত। সাদা বলের মতো লাল বলের ক্রিকেটেও গম্ভীরের অধীনে তেমন একটা সফলতা আসেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে রোহিতরা। সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা, আন্তর্জাতিক ক্রিকেটেই যা একটি বিরল ঘটনা। সেই সিরিজেই ৪৬ রানে প্রথম ইনিংসে অল আউটও হয়েছিল ভারত।

এছাড়া ১২ বছর পর ঘরের মাঠে টানা টেস্ট হেরেছে ভারত। কিউইদের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও এখন ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ১২ বছর পর এবারই প্রথম বক্সিং ডে টেস্টে অজিদের কাছে হেরেছে ভারত। টানা ব্যর্থতার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও অনিশ্চিত রোহিতদের। সিডনিতে হারলেই বিদায় নিশ্চিত হবে গম্ভীরের শিষ্যদের।

দলের এমন পারফর্ম্যান্সের কারণে সমালোচনার মুখে আছেন প্রধান কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিত। কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর গম্ভীরের অনেক সিদ্ধান্তই প্রশ্নের জন্ম দিয়েছে। সবশেষ মেলবোর্নে শুবমান গিলকে না নেয়ায় অবাক হয়েছেন অনেকেই। এর আগে আচমকাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে রোহিতকেনিয়ে সমালোচনা চলছে বেশ আগে থেকেই। লম্বা সময় ধরেই লাল বলের ক্রিকেটে রান পাচ্ছেন না তিনি। চলমান সিরিজেও দলের প্রয়োজনে হাল ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠেছে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারই রোহিতের শেষ দেখে ফেলেছেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দলের এমন পারফর্ম্যান্সের জন্য গম্ভীর-রোহিতকে প্রশ্ন করবে ভারতের ক্রিকেট বোর্ড। এদিকে ধারণা করা হচ্ছে, এই সিরিজ শেষেই অবসরের ঘোষণা দিতে পারেন রোহিত। শেষ পর্যন্ত এ দুজনের ভবিষ্যৎ কি হতে পারে তা হয়তো জানা যাবে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পরই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top