শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ১৪:৪৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৭:৪৯

ছবি সংগৃহিত

দেশের মাটিতে একদফায় দল থেকে বাদ পড়েছিলেন, এরপর জাতীয় দলে ফিরলেও সেখানে নিজের চেনা ছন্দ খুঁজে পাননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও ছিলেন মলিন। বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরের ম্যাচেই ফিরেছেন ডাক মেরে। আর তাতে বিপিএলের জন্য নতুন এক লজ্জাও পেয়েছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারো আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক এখন লিটনের। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে টপঅর্ডারে ১০ম ডাক মেরেছেন তিনি। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন আজকের ম্যাচে তারই প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে। ১ থেকে ৩ ব্যাটিং পজিশনে ১০ ডাক মেরেছেন বিজয় নিজেও। এই ম্যাচে বিজয় যদি নিজের ইনিংসে শূন্য করে ফেরেন, তবে রেকর্ডে এককভাবে আবার চলে আসবেন তিনি।

অবশ্য ব্যাটিং পজিশনের হিসেব বাদ রাখলে বিপিএলে সবচেয়ে বেশি ডাক মেরেছেন সেই বিজয়। ১২১ ম্যাচ খেলে ১৩ ফিফটির মতো সমান ১৩ ডাক মেরেছেন এই ব্যাটার। ১১ বার ডাক মেরে ফিরেছেন সৌম্য সরকার এবং বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপরেই আছেন লিটন কুমার দাস। ১০ ডাক আছে ইমরুল কায়েসেরও।

তবে এদের মাঝে লিটনের দুঃসময়ের কথাটা আলাদা করে বলতেই হয়। ৬ ম্যাচের ব্যবধানে ৩বার শূন্য রানে সাজঘরে ফিরতে হলো লিটনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুটি ডাক ছিল লিটনের। আর আজ ফিরলেন ৫ বলে শূন্য রান করে। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলির রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হন লিটন। লিটনের বিদায়ের পর তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার তানজিদ তামিম। ৯ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।

সবশেষ বছরে ওয়ানডেতেও ডাক নিয়ে বিব্রতকর অবস্থায় ছিলেন লিটন দাস। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ১৫টি ডাক মেরেছেন এই ডানহাতি ব্যাটার। ডাকের এমন ডাকাডাকি উপেক্ষা করে লিটন আবার কবে রানের ঘরে ফিরবেন, সেটার জন্যই এখন অপেক্ষা ক্রিকেট ভক্তদের।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top