শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১৮:৪৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৭:৪২

ছবি সংগৃহিত

চলতি বছরের নারী বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উইন্ডিজে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা। তার জন্য সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট।

ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। পরের দুই ওয়ানডে ২১ এবং ২৪ জানুয়ারি। উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফলের উপর নিগার সুলতানা জ্যোতির দলের সরাসরি বিশ্বকাপে অংশ নেয়া নির্ভর করছে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাঘিনীরা। এতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কিছুটা সহজ হয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়ানডে সিরিজে লাল-সবুজের দলকে অন্তত দুটি ম্যাচ জিততে হবে।

সফরকারীরা ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট কিটসে আয়োজিত হবে। ক্রিকেট উইন্ডিজ এক বিবৃতিতে বিষয়টি জানায়।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top