শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে পাকিস্তান’


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৫ ১৬:১৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৭:৪৪

ছবি সংগৃহিত

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ আসর। আগামী মাসেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এই জমজমাট টুর্নামেন্টের। লম্বা সময় পর কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ঘরের মাটিতে এমন বড় টুর্নামেন্ট আয়োজন করার আগে বাবর-রিজওয়ানদের স্বস্থির খবর দিচ্ছে ২০১৭ সালে চ্যাম্পিয়ন তারা। এদিকে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদের বিশ্বাস চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার সক্ষমতা রয়েছে তাদের। সম্প্রতি একটি পডকাস্টে এমনটাই জানান আকিব জাভেদ।

ঘরের মাটিতে লম্বা সময়ের পর বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারচ্ছে বড় প্রাপ্তি দেখছেন সাবেক এই কোচ। তিনি বলেন, ‘নিজেদের দর্শকদের সামনে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন একটি বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি, পাকিস্তান ২০১৭ সালের সাফল্য আবারও অর্জন করতে পারে। আমরা এখনো বর্তমান চ্যাম্পিয়ন।’

সাবেক ফাস্ট বোলার আকিব খেলোয়াড়দের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এবং রোটেশন নীতি কার্যকর করার কথা বলেন। তিনি বলেন, ‘ক্রিকেট যেভাবে বদলে গেছে, তার সঙ্গে তাল মেলাতে হলে আমাদের খেলোয়াড়দের সংখ্যা বাড়াতে হবে। সাহসী সিদ্ধান্ত নিতে হবে যাতে খেলোয়াড়রা চনমনে এবং আগ্রহী থাকে।’

তিনি ক্রিকেটারদের বিশ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘তিন মাস টানা ক্রিকেটের পর খেলোয়াড়দের চার থেকে ছয় সপ্তাহের বিরতি প্রয়োজন, যাতে তারা তাদের দক্ষতা বাড়াতে এবং শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। আমাদের লক্ষ্য হলো খেলোয়াড়রা যেন ১০ থেকে ১২ বছর শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারে।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাবররা। এই সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ত্রিদেশীয় সিরিজ একটি দুর্দান্ত সুযোগ, কারণ এতে শক্তিশালী দলগুলো অংশ নিচ্ছে। এটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দূর করতে সাহায্য করবে।’

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top