শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে বাংলাদেশের ৮ ক্রিকেটার


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৫ ১৭:২৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৭:৪৪

ছবি সংগৃহিত

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম ছিল বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। প্রায় জনা ত্রিশেক খেলোয়াড় ছিলেন প্রাথমিক তালিকায়। এবারে পিএসএল কর্তৃপক্ষ প্রকাশ করেছে সংক্ষিপ্ত এক তালিকা। যেখানে নাম এসেছে সেরা দুই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের নাম। প্লাটিনাম এবং গোল্ড নামের সেই দুই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন টাইগার ক্রিকেটের ৮ তারকা।

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম জমা দেয়ার কথা আগেই জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারে জানা গেল এই দুজনের সঙ্গী হচ্ছে বাংলাদেশের আরও ৬ ক্রিকেটার। তবে এই আটজনের নাম থাকছে সেরা দুই ক্যাটাগরিতে।

নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

যদিও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩০ থেকে ৪০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। বাকি ক্রিকেটাররা থাকতে পারেন পরের দিকের ক্যাটাগরিতে। বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে।

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top