শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


হারের ম্যাচে লিটনের ভিন্নরকম সেঞ্চুরি


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫ ১০:৪৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:০৪

ছবি সংগৃহিত

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। বিপিএলে টানা ব্যর্থতায় এক ম্যাচ একাদশের বাইরেও থাকতে হয়েছে দলের অন্যতম সেরা এই তারকাকে। তবে গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো একাদশে ফেরেন তিনি। আর এদিন মাঠে নেমেই একটা মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বিপিএলে নিজের ১০০তম ম্যাচটি গতকাল খেলেছেন লিটন। দেশসের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ খেলার সেঞ্চুরি তার জন্য একটা প্রাপ্তিই। মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন লিটন। ব্যর্থতার বৃত্ত ভেঙে এদিন ঢাকা ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ইনিংস ওপেন করতে নেমে ৪৩ বলে করেছেন ৭৩ রান। যেখানে ১০ চারের পাশাপাশি একটি ছক্কাও মেরেছেন তিনি। তার এমন ব্যাটিংয়ে ১৯৩ রানের সংগ্রহ পেয়েছিল ঢাকা। তবে সেটাও যথেষ্ট হয়নি ক্যাপিটালসদের জয়ের জন্য।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জর্জ মুনসি (১১), অ্যারন জোন্সরা (১৪) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাকির হাসান। ২৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৫৮ রান।

শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোট ছোট ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলি ১৭ বলে ২৪ এবং আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত হয় সিলেটের। ঢাকার পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফরমানউল্লাহ ও শুভাম রঞ্জন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top