শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


২০২৪ সালে প্রতি সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫ ১৩:২৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:০২

ছবি সংগৃহিত

২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সৌদি ক্লাবটির হয়ে এখনও নিজের ঝলক দেখানো হয়ে ওঠেনি ব্রাজিলিয়ান এই ফুটবলারের। হবেই বা কিভাবে, আল হিলালে যোগ দেয়ার পর থেকেই যে তিনি লড়ছেন চোটের সঙ্গে। সৌদির ক্লাবে যোগ দিয়ে ১৮ মাসে খেলেছেন মোটে ৭ ম্যাচ।

২০২৪ সালে আল হিলালের জার্সিতে মোটে দুটি ম্যাচ খেলেছেন ব্রাজিলের এই পোষ্টার বয়। ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা! ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী এমনটায় জানা যায়।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। ফলে আগামী বছরের তাকে প্রো লিগে নিবন্ধন করানো হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে। বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বারবার চোটে পড়ায় এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি নাও করতে পারে আল হিলাল।

এদিকে কিছুদিন আগেই নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকার শৈশবের ক্লাব সান্তোসের সহসভাপতি ওসভালদো নিকো। আগামী মৌসুমেই নেইমার ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার এজেন্ট পিনি জাহাভি নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুম শেষে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। এরপর থেকেই গুঞ্জন, বার্সার সেই ত্রয়ী মেসি-সুয়ারেজ ও নেইমারকে দেখা যাবে এবার। তবে সেই স্বপ্ন দেখা ফুটবলপ্রেমীদের হতাশ করলেন মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো।

নেইমারকে ইন্টার মায়ামিতে আনা নিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা নেইমারের বিষয়ে কথা বলতে পারি না, কারণ (এর জন্য) আমাদের কিছুই নেই। অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএসের একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।’

তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে; সেটাই এখন দেখার বিষয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top