শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


হঠাৎ বিপিএল ছাড়লেন রাহকিম কর্নওয়াল


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৫ ১১:৫৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:০৪

ছবি সংগৃহীত

চলমান বিপিএলে দর্শকদের অন্যতম আগ্রহের কেন্দ্রে ছিলেন ক্যারিবীয় ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই ক্রিকেটার খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ঢাকায় প্রবেশের সময় এমকেএস ব্যাট হাতে চমকে দিয়েছিলেন সবাইকে। পরে খেলেছেন সিলেটের হয়ে কয়েকটি ম্যাচও। যদিও এবার তাকে নিয়ে জানা দুঃসংবাদ।

আসন্ন বিপিএলে রাহকিমের আর খেলা হচ্ছে না। চোটের কারণে বিপিএল শেষ না করেই ফিরে গেলেন তিনি। চলতি আসরে আর দেখা যাবে না তাকে। এর আগে বিপিএলের শুরুতে যোগ দিলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি এই অলরাউন্ডারের। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট।

সবশেষ সিলেট পর্ব শেষে জানা গেল, চোটের কারণে এই আসর শেষ রাহকিমের। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে কর্নওয়ালের একটি ভিডিও পোস্ট করে দলটি লিখেছে, 'ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ - চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।'

এছাড়া কর্নওয়ালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সুস্থতা কামনা করেছে সিলেট স্ট্রাইকার্স, ‘মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।’

কর্নওয়ালের বিদায়ে কিছুটা হলেও ধাক্কা খেতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। বর্তমানে পয়েন্ট টেবিলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তারা। ৬ ম্যাচ শেষে মাত্র ২ জয় তাদের। আছে তালিকার ৫ম স্থানে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top