শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


রোনালদোর নতুন চুক্তি, দিনে পাবেন ৬ কোটি টাকা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ১৬:২০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:০৯

ছবি সংগৃহীত

সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে ফুটবলে নতুন দিগন্তের দরজা খুলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এই তারকার পদাঙ্ক অনুসরণ করে এরপর আরও অনেক তারকাই নাম লিখিয়েছেন সৌদি লিগে। এদিকে সৌদি লিগের দল আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই।

তবে আল নাসেরের সঙ্গে রোনালদো নতুন করে আবার চুক্তি করেছেন বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এমনকি মার্কা এই চুক্তিকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবেও আখ্যায়িত করেছে।

আল নাসেরের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছেন রোনালদো। পর্তুগীজ মহাতারকাকে দলে রাখতে বড় অঙ্কের অর্থ প্রস্তাব করেছিল সৌদি ক্লাবট। রোনালদোও তাই প্রস্তাবটি ফিরিয়ে দেননি। শুধু তাই নয়, বড় অঙ্কের অর্থ ছাড়াও, চুক্তির অংশ হিসেবে রোনালদোকে ক্লাবের ৫ শতাংশ মালিকানাও দিয়েছে বলে জানিয়েছে মার্কা।

তা আল নাসেরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তিতে অর্থের পরিমাণ কতো তা জানতে আগ্রহী ভক্ত-সমর্থকরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী আল নাসেরের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা পাবেন রোনালদো।

এক মৌসুমের নতুন চুক্তি থেকে রোনালদো পাবেন বছরে ১৮ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২২৯৫ কোটি টাকা। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা পাবেন তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top