শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট মূল্য প্রকাশ


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ১৭:৫৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:০৯

ছবি সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তান ও সংযুক্ত আবর আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নেবে ৮টি দল। ভারতের ম্যাচ বাদে বাকি সব ম্যাচই হবে পাকিস্তানের তিন ভেন্যুতে। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে টিকেটের মূল্য ঘোষণা করেছে আয়োজক কমিটি। এই ঘোষণায় থাকছে বড় চমকও। ভেন্যু ও ম্যাচের সাথে পরিবর্তন হবে টিকিটের মূল্যও।

পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। আসর শুরুর একমাস আগেই টিকিট মূল্য প্রকাশ করল আয়োজক কমিটি। সাধারণ গ্যালারি, প্রথম শ্রেণি, প্রিমিয়াম, ভিআইপি ও ভিভিআইপি; ৫ ক্যাটাগরিতে কাটা যাবে টিকিট। সর্বনিম্ন এক হাজার রুপি থেকে সর্বোচ্চ ২৫ হাজার রুপি ধরা হয়েছে টিকিটের মূল্য।

আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার রুপি। প্রথম শ্রেণির মূল্য ১৫০০ রুপি, প্রিমিয়ামের মূল্য ৩৫০০ রুপি, ভিআইপি টিকিটের মূল্য ৭ হাজার রুপি। এই ভেন্যুতে ভিভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১২ হাজার রুপি। করাচির বাকি ম্যাচগুলোতেও টিকিটের মূল্য একই থাকছে।

এরপর লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে সাধারণ গ্যালারিতে এক হাজার রুপি। প্রথম শ্রেণিতে তা হবে দুই হাজার রুপি। প্রিমিয়ার টিকিটের মূল্য ৫ হাজার রুপি, ভিআইপিতে তা ৭৫০০ রুপি। ভিভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার রুপি।

এই ভেন্যুতে হতে যাওয়া আফগানিস্তানের ম্যাচে থাকছেন না প্রথম শ্রেণি, প্রিমিয়াম, ভিআইপি ও ভিভিআইপি টিকিট। এখানে সাধারণ গ্যালারিতে টিকিট কাটা যাবে এক হাজার রুপি। আরেক শ্রেণির টিকিট রাখা হয়ে ১২৫০০ রুপিতে। অপরদিকে লাহোরের সেমিফাইনালে বেড়ে যাবে টিকিটের মূল্য। সাধারণ গ্যালারিতে টিকিট কাটতে হবে ২৫০০ রুপিতে। ভিভিআইপি টিকিটের মূল্য হবে ২৫ হাজার রুপি। বাকি ক্যাটাগরির টিকিট এই ম্যাচে থাকছে না।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার রুপি। প্রথম শ্রেণির টিকিট কেনা যাবে ৪ হাজার রুপিতে। প্রিমিয়ার টিকিটের মূল্য ৭ হাজার রুপি, ভিআইপি ক্যাটাগরির মূল্য ১২৫০০। ভিভিআইপি টিকিট এই ম্যাচে থাকছে না। এই ভেন্যুতে অন্য ম্যাচগুলোতে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার রুপি। এসব ম্যাচের অন্য টিকিট কেনা যাবে ১২৫০০ রুপিতে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top