৩৪ বছর পর কোপা দেল’রে শিরোপা জিতল সোসিয়েদাদ
প্রকাশিত:
৪ এপ্রিল ২০২১ ২০:৩২
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ০৩:৪২

সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার (০৩ এপ্রিল) রাতে কোপা দেল’রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। আর এই জয়ের ম্যধ্য দিয়ে ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল দলটি। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল।
এর আগে ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
মাঝে ২০০৯-১০ মৌসুমে অবশ্য ‘বি’ লিগে সেরা হয়েছিল সোসিয়েদাদ, তবে তা মেজর কোনো শিরোপা নয়।
এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।
ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল গত বছরের মে মাসে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা পিছিয়ে যায়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: