শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


জিম্বাবুয়ে থাকলেও বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে নেই বাংলাদেশের কেউ


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫ ১৬:৪২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৭

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে গত বছর ছেলে-মেয়েদের দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দীর্ঘ সময়ের শিরোপাখরা কাটিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রোহিত শর্মার ভারত দীর্ঘ ১৩ বছর পর এবং কিউই মেয়েরা প্রথম কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপের মতো ২০২৪ সালের বর্ষসেরা একাদশেও দাপুটে অবস্থান রোহিত-বুমরাহদের। তবে ছেলে-মেয়েদের কোনো একাদশেই নেই বাংলাদেশের কেউ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পৃথক দুটি প্রতিবেদনে আজ (শনিবার) পুরুষ-নারী ক্রিকেটের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে। এর আগে শুক্রবার ঘোষণা করা হয় ছেলেদের টেস্ট-ওয়ানডে এবং মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশ। যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি, একই চিত্র টি-টোয়েন্টিতেও। সংক্ষিপ্ত ফরম্যাটে মেয়েদের বর্ষসেরা একাদশেও দাপট দেখাচ্ছে ভারত।

গতকাল প্রকাশিত আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা বাবর আজমদের কেউ। টি-টোয়েন্টিতে রোহিত-বাবরদের জায়গা মিললেও, যথারীতি বাইরে কোহলি। বছরজুড়ে অবশ্য এই তিন তারকাই ফর্মের দারুণ উত্থান-পতন দেখেছেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক রোহিত। আইসিসির বর্ষসেরা একাদশেও তাকেই নেতৃত্বে রাখা হয়েছে। সবমিলিয়ে একাদশে আছেন ভারতের ৪ জন।

এ ছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে আছেন বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। এমনকি ব্যক্তিগতভাবে দারুণ ফর্মের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন।

এদিকে, নারী-পুরুষ উভয় ক্রিকেটেই কিউইদের সম্বল ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ এবং ২০০০ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। অর্থাৎ, সীমিত ওভারের বিশ্বকাপে নিউজিল্যান্ড কখনোই ফাইনালের বাধা পেরোতে পারেনি। কিউইদের সেই আক্ষেপ বা ‘শাপ’ ঘুচেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ১৫৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের মাত্র ১২৬ রানে গুটিয়ে ৩২ রানের ইতিহাসগড়া জয় পায় নিউজিল্যান্ড।

তবে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে কিউইদের মাত্র একজন প্রতিনিধি আছেন। বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সে ইতিহাস গড়া এমিলিয়া কের আছেন এই একাদশে। রানারআপ প্রোটিয়া দলের দু’জন আছেন, এর মধ্যে অধিনায়ক লরা উলভার্টকেই বর্ষসেরা একাদশের নেতৃত্বে রেখেছে আইসিসি। ছেলেদের একাদশের মতো মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ খেলোয়াড় (৩) ভারতের। এ ছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের একজন করে আছে একাদশে। নেই অস্ট্রেলিয়ার কেউ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top