শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


কোহলি খেলবেন তাই লাইভ দেখানো হবে ম্যাচ


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১২:৫৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১১

ছবি সংগৃহীত

বাইশগজে খেলতে নামবেন বিরাট কোহলি। অথচ তার ভক্ত-সমর্থকরা সেই ম্যাচ দেখা থেকে বঞ্চিত থাকবেন! তাও কী হয়! স্রেফ কোহলির জন্যই শেষমুহূর্তে নিজেদের সম্প্রচার সূচিতে বড়সড় বদল করল জিও সিনেমা। ৩০ জানুয়ারি শুরু হতে চলা ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে খেলবেন কোহলি। আর নিয়ম পাল্টে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সে কারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে। বড় ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। কিন্তু প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে না।

বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হচ্ছে। তড়িঘড়ি জিও সিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিচ্ছে।

সব ঠিক থাকলে কর্নাটক বনাম হরিয়ানা ম্যাচটির বদলে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানো হবে জিও সিনেমায়। বোর্ডের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘দিল্লির বাইরে কোহলির বহু ভক্ত আছে। তাদের কথা ভেবে জিও সিনেমা এই ম্যাচটা দেখানোর ব্যবস্থা করছে।’ অর্থাৎ একজন তারকার জন্য আলাদা করে ম্যাচ দেখানোর ব্যবস্থা হচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলির দিল্লি। তবে ঘরোয়া ক্রিকেট হলেও কিং কোহলিকে দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা। রঞ্জি ম্যাচেও স্টেডিয়ামের দর্শকাসন ভরে যেতে পারে বলে অনুমান ডিডিসিএর। সে কারণেই ম্যাচ চলাকালীন আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা রাখতে চাইছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top