শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


অভিষেকেই ম্যাচসেরা হামজা, কেমন ছিল মাঠের পারফরম্যান্স


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৭

ছবি সংগৃহীত

লেস্টার সিটিতে পাচ্ছিলেন না পর্যাপ্ত গেমটাইম। আর শেফিল্ড ইউনাইটেড একপ্রকার মুখিয়েই ছিল হামজা চৌধুরীর জন্য। শীতকালীন দলবদলে ধারে গিয়েছেন ক্রিস ওয়াইল্ডারের দলে। কোচ ওয়াইল্ডার হামজার ভক্ত সে কথা বলেছিলেন আগেই। দলবদলের পর প্রথম ম্যাচে সুযোগটাও চলে আসে বাংলাদেশি মিডফিল্ডারের সামনে।

ডার্বি কাউন্টির বিপক্ষে খেলেছেন নিজের চিরচেনা ডিফেন্সিভ মিডফিল্ডার পজেশনে। আর তাতেই যেন নিজের জাত চেনালেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা। চ্যাম্পিয়নশিপের ম্যাচে অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা। গোল বা অ্যাসিস্ট না থাকলেও নিজের ডিফেন্সিভ ওয়ার্করেটে মুগ্ধ করেছেন দর্শকদের। ম্যাচটা জিতেছে শেফিল্ড ব্রেরেটন দিয়াজের একমাত্র গোলের সুবাদে।

তবে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুবাদে হামজাই হয়েছেন ম্যাচের সেরা। খেলা মাঠে গড়ানোর ৩০ মিনিটের মাথায় ডার্বি মিডফিল্ডার ডেভিড ওজোর জোরালো শট বক্সে ব্লক করেছিলেন হামজা। ভূমিকা রেখেছেন ডিপ লাইয়িং মিডফিল্ড লাইন থেকে। ম্যাচে সবচেয়ে বেশি ৩টি সাকসেসফুল ড্রিবল ছিল তারই। দলের আক্রমণেও রেখেছেন ভূমিকা। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে দিয়েছেন ৪ পাস।

৮টি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন, ৩ বার বল রিকোভারি আর ২ বার ইন্টারসেপশন করে নিজের ওপরে রাখা আস্থার প্রতিদানটাও ঠিকঠাকই দিয়েছিলেন হামজা চৌধুরী। ৭৯ শতাংশ সফল পাসিং তাকে করেছিল ম্যাচের অন্যতম সেরা পাসমেকার।

গতকালের জয়ের সুবাদে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশনের দৌড়ে খানিক নিরাপদে চলে গেল শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। তিনে থাকা বার্নলির পয়েন্ট ৫৮। শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের ঝুলিতে ৬৩ পয়েন্ট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top