শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


রংপুরের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন সোহান


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৫

ছবি সংগৃহীত

বিপিএলের এবারের আসরে স্বপ্নের মতো শুরু ছিল রংপুর রাইডার্সের। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। এমন শুরুর পর শেষের বাস্তবতা হয়তো কল্পনাও করেনি রাইডার্সরা!

গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে টানা হারে এলিমিনেটরে জায়গা হয় তাদের। এলিমিনেটরে 'ডু অর ডাই' ম্যাচ হওয়ায় মাঠে নামার আগে স্কোয়াডের শক্তি বাড়ায় রংপুর। নতুন করে তিন বিদেশি তারকাকে উড়িয়ে আনা হয়। আন্দ্রে রাসেল-টিম ডেভিডদের অন্তর্ভুক্তিতে ফেভারিট তকমা নিয়েই আজ মাঠে নেমেছিল রাইডার্সরা। তবে মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপই রাখতে পারল না বিদেশি তারকারা। ব্যাটিং ব্যর্থতায় এলিমিনেটরেই থামতে হলো এক সময়ের টেবিল টপারদের।

শুরুর পারফরম্যান্সে রংপুরের দর্শকদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেনি দল। আর এই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন নুরুল হাসান সোহান। একই সঙ্গে রংপুরের অংশ হতে পেরে এবং সমর্থকদের ভালোবাসা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাইডার্স অধিনায়ক।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সোহান লেখেন, ' প্রিয় রাইডার্স সমর্থকেরা, এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি।'

'ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি ব না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভ কামনা থাকবে সবসময়ই। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।'-যোগ করেন তিনি।

সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে সোহান লেখেন, 'রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার। বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল, তাদের তীব্র তাড়নার কারণেই। সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আবারও দুঃখ প্রকাশ করছি।'


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top