শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


ছিটকে গেলেন কোহলি, ভারতের ওয়ানডে দলে দুই অভিষেক


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:২২

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি ভারত। আজ (বৃহস্পতিবার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে দুই দল। নাগপুরে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।

টস করতে এসেই দুঃসংবাদ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। জানান, কোহলির হাঁটুতে হালকা চোট রয়েছে। যে কারণে তাকে ছাড়াই একাদশ সাজানো হয়েছে। এ ছাড়া চোটের কারণে দলের বাইরে আছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতীয় দলে দু’জনের অভিষেক হচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ড একাদশে ফিরেছেন জো রুট।

টস করতে এসে রোহিত বলেন, “দুর্ভাগ্যবশত এই ম্যাচে কোহলি খেলতে পারছে না। কাল রাত থেকে ওর হাঁটুতে কিছু একটা সমস্যা হয়েছে।” এদিন সকালে কোহলির ডান হাঁটুতে স্ট্র্যাপ জড়ানো অবস্থায় দেখা গিয়েছে। সেই নিয়েই ‘টিম হাডল’-এ যোগ দেন তিনি। অভিষেক হওয়া দুই ভারতীয় ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল এবং হার্ষিত রানা। দু’জনেই এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। একদিনের ক্রিকেটেও এবার তাদের অভিষেক হচ্ছে।

বিশ্বকাপের পর আবার ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ শামি। কোহলি না খেলায় শ্রেয়াস আইয়ারকে তিনে খেলতে হবে। চারে শুভমান গিল। উইকেটকিপার হিসেবে ঋষভ পান্তের জায়গা হয়নি। কেএল রাহুল সেই দায়িত্ব পালন করবেন।

টেস্টে ওপেনার হিসাবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত যশস্বী। টি-টোয়েন্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দুই বিভাগেই তিনি ওপেনিংয়ে ভারতের ভরসাযোগ্য ব্যাটার। এবার একদিনের ক্রিকেটেও তাকে খেলানো হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই যশস্বীকে তৈরি রাখা হচ্ছে মনে করা হচ্ছে।

ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

ইংল্যান্ড একাদশ : বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top