বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


টানা দ্বিতীয় শিরোপা বরিশালের, দলের সবাইকে আইফোন ১৬ উপহার


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৬

ছবি সংগৃহীত

উত্তেজনার রেণু ছড়ানো ফাইনাল উপহার দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। পেন্ডুলামের মতো দুলতে থাকা শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ হাসি হেসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতার ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এমন সাফল্য আছে।

তৃতীয় দল হিসেবে এই গৌরব অর্জন করায় বেশ খুশি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এই উপলক্ষে দলের সবাই পেয়েছেন দামি উপহার।

শিরোপা জয়ের পর দলের সব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবার হাতে আইফোন ১৬ তুলে দিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।’

অবশ্য বিপিএলে ফাইনাল জয়ী দল হিসেবে বেশ বড় অঙ্কের প্রাইজমানি পেয়েছে বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে দলটি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top