বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের মিছিল, দুঃসংবাদ পেল ইংল্যান্ড


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩১

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২১

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে একের পর এক চোটের হানায় ছিটকে পড়ছেন ক্রিকেটাররা। চোটের কারণে অস্ট্রেলিয়া তো নাকাল। ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শের মতো তারকা। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে পড়াদের তালিকায় আছেন আনরিখ নরকিয়া, সাইম আইয়ুবের মতো তারকারা। এই মিছিল আরও বড় হতে যাচ্ছে।

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। এই ম্যাচে চোট পেয়ে সেই তালিকায় যোগ হয়েছে ইংল্যান্ডের জ্যাকব বেথেল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন এই ইংলিশ তারকা।

বাটলার বেথেলকে নিয়ে বলেন, 'আমি নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে, সত্যি বলতে। এটা তার জন্য সত্যিই হতাশাজনক। সে ওইদিন দুর্দান্ত খেলেছে এবং সত্যিই সে রোমাঞ্চকর খেলোয়াড়দের মধ্যে একজন। তাই এটা লজ্জাজনক যে একটি আঘাত তাকে ছিটকে ফেলবে।'

২০২২ সালের পর ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন ব্যান্টন। যদিও ইংলিশদের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের আগষ্টে। ভারত সিরিজে বাকি ম্যাচের জন্য তাই ইংল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে আনা হয়েছে টম ব্যান্টনকে। আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই তারকার।

সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন ব্যান্টন। ১১ ইনিংসে ৫৪.৭৭ গড় এবং ১৫১.৬৯ স্ট্রাইক রেটে ৪৯৩ রান করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ব্যাটারের সুযোগ এসেছে ইংল্যান্ড একাদশে জায়গা করে নেয়া।

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। যদিও কেউই চোটে পড়লে টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে পরেও পরিবর্তন আনা যাবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top