বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


সাকিবকে নিয়ে প্রশ্ন শুনেই চটে গেলেন শান্ত


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৩

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৭

ছবি সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা আগামীকাল। গত ৮ ফেব্রুয়ারি থেকে টানা অনুশীলনের পর আজ আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

আইসিসির বড় কোনও টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলা। তবে এবার সেমিফাইনালে নয় ফাইনালের স্বপ্ন দেখছেন শান্ত। একদিন আগে বাংলাদেশের জাতীয় দলের কোচ ফিল সিমন্সও জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামর্থ আছে তার দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কথা বললেন একই সুরে। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।'

এদিকে আইসিসির কোনও বড় ইভেন্টে ১৭ বছর পর সাকিব আল হসানকে বাদে খেলতে যাচ্ছে টাইগাররা। এছাড়া নেই লিটন দাসও। দল ঘোষণার পর এই বিষয়ে কথা বলেননি টাইগার অধিনায়ক শান্ত। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের অনুপস্থিতি নিয়ে অনুভূতি প্রকাশ করলেন শান্ত। ‘অবশ্যই মিস করবো।’

তবে পরক্ষণেই প্রশ্নটি নিয়ে কিছুটা ভিন্ন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আসলে এই প্রশ্ন কেন করা হলো? সবাই জানে, সাকিব ভাই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার উপস্থিতি সবসময়ই মূল্যবান। তবে বড় টুর্নামেন্টের আগে এসব নিয়ে কথা বলার চেয়ে, সামনে কীভাবে ভালো করা যায় সেটার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।’

বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল, যা এখনো এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। সেই অভিজ্ঞতা এবার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানান শান্ত।

তিনি বলেন, ‘সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ স্মৃতি আছে আমাদের। সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম, যা নিঃসন্দেহে অনুপ্রেরণার জায়গা। দেশের মানুষ, পরিবার—সবাই প্রত্যাশা করছে আমরা ভালো কিছু করব। প্রস্তুতি ভালো হয়েছে, আত্মবিশ্বাসী আমরা।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড—তিনটি দলই শক্তিশালী। তবে শান্ত জানালেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি দলই ভালো, তবে আমাদেরও সেই সামর্থ্য আছে। সবাই মনেপ্রাণে বিশ্বাস করে, আমরা ভালো করতে পারবো। বাড়তি চাপ নেওয়ার কিছু নেই, বরং সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করাই প্রধান লক্ষ্য।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top