বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩১

ছবি সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটি মাঠে গড়াতে বাকি আর পাঁচ দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। অন্য সব টুর্নামেন্টের মতো এবারও মূল টুর্নামেন্ট শুরুর আগে দলগুলো মাঠে নামবে প্রস্তুতি ম্যাচে।

আসন্ন টুর্নামেন্টের আগে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্বাগতিক পাকিস্তান প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে না। প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। পিসিবির পক্ষ থেকে পাকিস্তান শাহিনস নামের তিনটি ভিন্ন দল গঠন করা হয়েছে প্রস্তুতি ম্যাচগুলোর জন্য। সবাই একটি করে ম্যাচ খেললেও আফগানরা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

১৪ ফেব্রুয়ারি লাহোরে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও আফগানিস্তান। ১৬ ফেব্রুয়ারি করাচিতে মাঠে নামবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

১৭ ফেব্রুয়ারি করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে দুবাইতে পাকিস্তান শাহিনসের আরেকটি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের স্কোয়াডও আজ ঘোষণা করা হয়েছে। এ দলের নেতৃত্ব দিবেন মোহাম্মদ হারিস।

পাকিস্তান শাহিনস স্কোয়াড

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top