শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার, যা করতে হবে উভয়পক্ষকে


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৭

ছবি সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের প্রায় চূড়ান্ত সময়ে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। শেষের দৌড়টা তিনি শুরু করেছেন সেই শেকড়ের জায়গা থেকে, ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ঠিকানায় ফেরার পেছনে নাকি একটি উদ্দেশ্য রয়েছে, সান্তোসে ৬ মাস কাটিয়ে নেইমার ক্যারিয়ারের শেষটা নাকি ইউরোপে কাটাতে চান। আরও বিশেষভাবে বললে প্রত্যাবর্তন করতে চান বার্সেলোনায়, তবে সেক্ষেত্রে কিছু ‘যদি–কিন্তু’ আছে!

স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’–এর মতে, সান্তোসে ফিরে নেইমার সেই সময়ে ফিরতে চান ‘যেখানে তিনি পুরো বিশ্বের চোখে বিস্ময় জাগাতে শুরু করেন। তেমনই কিছু একটা।’ ব্রাজিলিয়ান ফুটবল ছন্দে ফিরে এমন সুখ্যাতি ফেরাতে চান, যার মাধ্যমে ২০১৩ সালের মতো করে ফের বার্সায় যোগ দিতে পারেন। বার্সা ও পিএসজির সাবেক এই তারকার এমন কৌশল মূলত সৌদি আরবে গিয়ে হারানো খ্যাতি ফিরিয়ে আনা। যেখানে ইনজুরিপ্রবণ দেড় বছরে তিনি আল-হিলালের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নেইমারের ২০১৫ সালের পারফরম্যান্স আলোকপাত করা হয়েছে। ওই সময়ে তার সঙ্গে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের ‘এমএসএন’ আক্রমণত্রয়ীর দুর্দান্ত নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। তাদের এমন দাপুটে অবস্থান ছিল পরবর্তী কয়েক মৌসুমে। তবে ২০১৭ সালে কাতালান ক্লাব থেকে দলবদলের রেকর্ডবুক তোলপাড় করে নেইমার যোগ দেন পিএসজিতে। এরপর তিনি প্যারিসের ক্লাবটিকে প্রথমবার ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তোলেন। যদিও হ্যান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখ ফাইনালে তাদের তাদের হতাশায় ডোবায়।

এদিকে, আরেক সংবাদমাধ্যম সার কাতালুনিয়ার সংবাদিক স্যান্টি ওভাল বলেছেন নেইমারের বার্সায় ফেরার প্রক্রিয়া নিয়ে। এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ফুটবলারের (নেইমার) জন্য বার্সেলোনা প্রাথমিক একটা প্রস্তাব দিতে পারে। যদি কিছুদিন আগে বার্সার ক্লাব ডিরেক্টর ডেকো নেইমারের বার্সায় ফেরার পথে মূল বাধা জানিয়েছিলেন। আর তা হচ্ছে– উচ্চ বেতন এবং চুক্তির অর্থ। এই তারকাকে পেতে হলে এর পেছনে বড় অঙ্কের আর্থিক বিষয়ও জড়িয়ে রয়েছে।

বার্সেলোনাও রবার্ট লেভান্ডফস্কির বিদায় পরবর্তী একজন বড় তারকাকে সাশ্রয়ী মূল্যে পেতে চায়। সেক্ষেত্রে তাদের পছন্দ হতে পারে নেইমার। এমন সম্ভাবনার কথা জানিয়ে স্প্যানিশ গণমাধ্যমের দাবি– ‘‘নিজের ঘরে (সান্তোস) ফেরাটা নেইমারের জন্য স্বপ্ন পূরণের মতো। এর মাধ্যমে শেষবারের মতো বার্সার জার্সিও গায়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে। আমরা জানি না বার্সেলোনা আসলে ‘কৌতুক’ করছে কি না। যদিও ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার অনেকটা আনপ্রেডিক্টেবল (অনুমান অযোগ্য) সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে।’’

একই ইঙ্গিত দিয়েছেন দলবদল বিষয়ক ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো–ও। তিনি নেইমারের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’ রহস্য তৈরি করে আরেকটি পোস্টে রোমানো বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

এখন শেষ পর্যন্ত দুইয়ে দুইয়ে কতটুকু মিলে সেটাই দেখার অপেক্ষা। সান্তোসের সঙ্গে নেইমার চুক্তি করেছেন আগামী ৬ মাসের জন্য, যদিও সেটি এক বছর পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে সেলেসাও ফরোয়ার্ডের সামনে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top