শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ড্রেসিংরুমে অশান্তি, যা জানা যাচ্ছে


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৩

ছবি সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। আজ বিকেলে পাকিস্তানের মাটিতে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। একদিন পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। টুর্নামেন্টে নামার আগে ভারতীয় ড্রেসিংরুমে অশান্তির খবরই ভেসে আসছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ভারতীয় দলের ড্রেসিংরুমে অশান্তির পরিবেশ! এবার কোচ গম্ভীরের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দলের এক তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক ফলাফলের পর থেকেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একাধিক ক্রিকেটারের সম্পর্ক ভালো নেই বলে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ছিল। তবে এরপর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল বলেই জানা যায়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে পেয়েছে ভারত।

তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে ফের একবার চর্চায় ভারতীয় দলের অন্দরের দ্বন্দ্ব। এএনআই’র এক রিপোর্টে দাবি করা হয়েছে যে তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সুযোগ না পাওয়ার জন্য গৌতম গম্ভীরকে দোষারোপ করেছেন।

ইংল্যান্ড সিরিজের পরই কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুল। তিনি সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি আমি। পন্তও সুযোগ পাবে। কিন্তু রাহুল ভালো খেলছে। দুজন উইকেটকিপার তো খেলানো যাবে না।’ অর্থাৎ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, পন্তকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে অন্তত বেঞ্চেই বসতে হবে। এ নিয়ে নির্বাচক প্রধান অজিত আগারকারের সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়েছে বলেও খবর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারছেন না পন্ত। সূসুযোগ না দিয়েই যেভাবে তাকে দলের বাইরে রাখা হচ্ছে, তাতেই আপত্তি রয়েছে পন্তের। ভারতীয় এই তারকা চেয়েছিলেন, কয়েকটি ম্যাচ খেলতে। গাড়ি দুর্ঘটনার অসুস্থতা কাটিয়ে প্রত্যাবর্তনের পর মাত্র একটি ওয়ানডে খেলেছেন পন্ত। তিনি নাকি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, রান না করতে পারলে যদি তাকে বাইরে রাখা হতো তাহলে কিছু বলার ছিল না। কিন্তু দিনের পর দিন সুযোগ পা দিয়েই তাকে বাইরে রাখা হচ্ছে।

যদিও এ নিয়ে টিম ম্যানেজমেন্ট বা পন্ত কিংবা গম্ভীর কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব নয়। তবে এই খবর সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জন্য সেটা অশনিসংকেত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top