শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বাংলাদেশ-ভারত অগ্নিপরীক্ষা: পরিসংখ্যান কী বলছে


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:২০

ছবি সংগৃহীত

স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আগামীকাল দ্বিতীয় ম্যাচে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। দুপুর তিনটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই দুই লড়াই। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তারেই উত্তাপ ছড়াতে শুরু করেছে সংবাদ সম্মেলন থেকে দলের ক্রিকেটারদের দেওয়া সাক্ষাৎকারে।

২০২৩ সালের পর ওয়ানডেতে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। গত ৬ মাসে মাত্র দুইটি ওয়ানডে সিরিজ খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছে ভারত। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। অপরদিকে ২০২৪ সালের শুরুর পর থেকে নয়টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

কোথার উত্তাপ ছড়ালও অতীত পরিসংখ্যান কথা বলছে ভারতের দিকেই। ৪১ ওয়ানডেতে ভারতের ৩২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। শান্ত-মিরাজদের ৮ জয়ের ৬টি ঘরের মাটিতে এবং অন্যদুটি নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের মাটিতে এখনো একদিনের ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা কোনো জয় পায়নি।

বড় মঞ্চে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের সাক্ষাত হয়েছে পাঁচবার। এখানেও লড়াইয়ের ফল ভারতের পক্ষে। দুদলের পাঁচ দেখায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ সালের বিশ্বকাপে শুধু জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের সঙ্গে চার দেখার কোনটিতে টাইগাররা জয় পায়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সাথে একবার দেখায় হেরেছে বাংলাদেশ। সবশেষ আসরে ভারতের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি থেকে বিদায় নিয়েছিল টিম টাইগার্স। এর মধ্যে টাইগারদের জয় তিন ম্যাচে। এই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক ওয়ানডে সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান:

ওয়ানডে র‌্যাঙ্কিং
বাংলাদেশ: ০৯
ভারত: ০১

ওয়ানডেতে মুখোমুখি
ম্যাচ: ৪১
বাংলাদেশ: ৮
ভারত: ৩২
পরিত্যক্ত: ১

চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি
ম্যাচ: ১
বাংলাদেশ: ০
ভারত: ১

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ: ৩০৭/১০
ভারত: ৪০৯/৮

দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ: ৫৮/১০
ভারত: ১০৫/১০

সবচেয়ে বেশি রান
বাংলাদেশ: সাকিব আল হাসান (৭৫১)
ভারত: বিরাট কোহলি (৯১০)

ব্যক্তিগত সেরা ইনিংস
বাংলাদেশ: লিটন দাস (১২১)।
ভারত: ইশান কিশান (২১০)।

সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ: সাকিব আল হাসান (২৯)।
ভারত: অজিত আগারকার (১৬)।

সেরা বোলিং
বাংলাদেশ: সাকিব আল হাসান (৫/৩৬)।
ভারত: অজিত আগারকার (৩/১৮)।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top