শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


দুবাইয়ে কেমন পিচ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৭

ছবি সংগৃহীত

একেবারেই নতুন পিচে খেলা হচ্ছে। সদ্য শেষ হওয়া আইএল টি-টোয়েন্টিতে এই পিচের ব্যবহার হয়নি বলেই নিশ্চিত করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। একেবারেই নতুন এই পিচের প্রথম ছবি সামনে এসেছে আইসিসির ক্যামেরার সুবাদে। সেই পিচ অনুযায়ী কিছুটা আশাবাদী হতেই পারে দুই দলের ব্যাটিং ইউনিট।

আইসিসির ব্রডকাস্টিং ক্যামেরার চিত্র অনুযায়ী, পিচে ঘাসের অস্তিত্ব নেই বললেই চলে। পুরোপুরি নতুন এই পিচে খানিক ফাটল দৃশ্যমান। ফ্ল্যাট উইকেটে ব্যাটারদের জন্য খেলার সুযোগ থাকছে। সুবিধা আদায় করে নিতে পারেন তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানার মতো বোলাররাও।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, মোহাম্মদ শামির মতো যেসব পেসার সুইং এবং গতির ভারসাম্য করতে পারছেবন তাদের জন্য উপযোগী এক পিচই অপেক্ষা করছে আজকের ম্যাচে। তবে প্রকৃতিগতভাবেই দুবাইয়ের পিচ স্পিনারদের পক্ষে কথা বলে। তাই নতুন পিচেও বোলারদের পক্ষেই যেতে পারে ম্যাচের চিত্র।

ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি দুরকম। সাম্প্রতিক সময়ে নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারত সাফল্য পেয়েছে তিন স্পিনার নিয়ে। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারা মেনে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে দেখতে পাওয়ার কথা ছিল। যদিও শেষ সময়ের খবর বলছে, ওয়াশিংটন সুন্দরের দলে থাকার সম্ভাবনা বেশি। বাদ যাবেন রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য ভরসার জায়গা পেস বিভাগ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানার আক্রমণে ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়গুলোতে পেস বিভাগে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে দুবাইয়ের কিছুটা ধীরগতির উইকেটে মুস্তাফিজুর রহমান হতে পারেন বাংলাদেশের এক্স-ফ্যাক্টর। পুরাতন বলে কিংবা ডেথ ওভারে ফিজের কার্যকরী স্লোয়ার এবং কাটার হতে পারে ভারতকে বাগে আনার বড় অস্ত্র।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top