বিপর্যয়ে হাল ধরা মাহমুদউল্লাহ যে কারণে বাদ পড়লেন
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৩

টসের পর একাদশ সামনে আসতেই যেন সবার চোখ কপালে। ভারতের বিপক্ষে ম্যাচের দলে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দলের নড়বড়ে ব্যাটিংয়ে বারবারই ত্রাতা হিসেবে দেখা যায় রিয়াদকে। আজ একাদশে না থাকায় বেশ চর্চা হচ্ছিল। যদিও পরে জানা যায় আসল কারণ।
প্রায় ১৪ মাস পর মাহমুদউল্লাহকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবিতেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের না থাকা নিয়ে টসের সময় কিছু বলেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে ধারাভাষ্যে বলা হয়েছে, হালকা চোট রয়েছে।
বাংলাদেশ দলে আরেকটি চমক বলা যায় পেস সেনসেশন নাহিদ রানার না থাকা। ভারতের বিপক্ষে ম্যাচটির আগে শান্ত’র সংবাদ সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল পেসার নাহিদ রানার প্রসঙ্গ। দেশের সর্বোচ্চ গতির এই তারকাকে বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে, দলে তার প্রভাব মিলিয়ে প্রশ্নবান ছুটেছিল সাংবাদিকদের মুখে। তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ সেই রানাকে ছাড়াই আজকের একাদশ সাজিয়েছে। তার চেয়ে প্রাধান্য পেয়েছেন তানজিম সাকিব।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে আছে বাংলাদেশ। দলীয় ২ রানেই ২ ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল শান্ত সাজঘরে ফিরে গেছেন। চারে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান। আজ আরও একবার মাহমুদউল্লাহর অভাব টের পেতে পারে টিম টাইগার্স।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: