শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


ভারতের বিপক্ষে এমন ব্যাটিং কতটা হতাশার, যা বললেন বিসিবি পরিচালক


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:২২

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে টাইগার টপঅর্ডার। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা ফিরেছেন কোনো রান না করেই। দলীয় ৩৫ রান তুলতেই হারাতে হয়েছে ৫ উইকেট।

বাংলাদেশ দলের খেলা দেখতে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু স্টেডিয়ামে প্রবেশের আগেই ততক্ষণে অর্ধেক ব্যাটারের খেলা শেষ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া।

মিঠু বলছিলেন, 'অবশ্যই ভালো না'। আশা করেছিলাম আরও ভালো। দেখা যাক ক্রিকেট খেলা তো সুতরাং সবার আশা করতে হবে। ২০০ প্লাস স্কোর করলে একটা চ্যালেঞ্জিং স্কোর হবে। আমরা তো আশা করেছি সব সময় বেশি। আশা তো সবসময় থাকে হাই সাপোর্টার হিসেবে। তো এই কলাপ্সটা কেন হয়েছে বুঝতে পারব। আসতে আসতে একটু লেট হয়ে গেছে, দেখিনি আউটগুলি কিভাবে হয়েছে।'

বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ জিতবে না প্রশ্নে মিঠু বলেন, 'এটা তো আসলে কেউ বলতে পারবে না যে বিশ্বকাপ জিততে পারবো না। লাস্ট কয়েকটা সিরিজ আমরা তো মোটামুটি ভালই খেলেছিলাম। ব্যাটিংটা আমরা শুধু স্ট্রাগল করেছি ব্যাটিংটা ভালো করলে ভালো হতো।'

দলের এমন ব্যাটিং কতটা হতাশার এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, 'খেলা শেষ হোক তারপরে বলতে পারব যে কতটুকু হতাশার। এখনো ক্রিকেট খেলা তো বলা যায় না, ৫ উইকেট পড়েছে দেখি ভিতরে গিয়ে কি হয়।'


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top