শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


‘ভারতের কাছাকাছিও নেই পাকিস্তান’


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৫

ছবি সংগৃহীত

বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তকান। নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমির স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে স্বাগতিকদের। আসরে টিকে থাকতে হলে পরের ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা হলেও মানসিকভাবে চাপে পাকিস্তান। অন্যদিকে ফুরফুরে মেজাজে খেলতে নামবে ভারত। তাছাড়া শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায়ও পিছিয়ে আছে স্বাগতিকরা। সঞ্জয় মাঞ্জরেকারের মতে, ভারতের মানের কাছাকাছিও নেই পাকিস্তান।

তিনি বলেন, 'পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই। সাম্প্রতিক সময়ে ভারত পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে, আর এবার পাকিস্তান তো আরও দুর্বল।’

পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে দুবাইতে। এই মাঠেই সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ভারত। যেখানে অধিপত্য ছিল স্পিনারদের। অথচ পাকিস্তান স্পিনে বেশ পিছিয়ে। এমনকি আসরের অন্যতম দুর্বল স্পিন বিভাগ পাকিস্তানের।

এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘এই কন্ডিশনে সফল হতে ভালো স্পিনার দরকার, কিন্তু পাকিস্তান দলে শুধু একজন বিশেষজ্ঞ স্পিনার আছে—আবরার আহমেদ। তারা সালমান আগা বা খুশদিল শাহকে ব্যবহার করতে পারে, তবে তারা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলার জন্য যথেষ্ট নয়। পেস বোলিংয়েরও খুব একটা প্রভাব পড়বে না।’

তবে উত্তেজনাপূর্ণ ম্যাচের আশা মাঞ্জরেকারের, ‘এই লড়াইয়ের উত্তেজনা একটুও কমেনি। মানের দিক থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি কিছুটা ভালো হতে পারে, তবে যদি কোনো ভারতীয় বা পাকিস্তানি সমর্থককে জিজ্ঞেস করেন, তারা অবশ্যই রোববারের ম্যাচটাকে বেছে নেবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top