চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর ২ বিতর্কিত ঘটনা, যা বলছে পিসিবি-আইসিসি
প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১৫

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সপ্তাহ পার হতে চলেছে। এরই মাঝে একাধিক ঘটনায় বিতর্কিত হয়েছে মেগা টুর্নামেন্টটি। আসর শুরুর দ্বিতীয় দিনই প্রথম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসে। বাংলাদেশ ও ভারতের ম্যাচে লাইভ সম্প্রচারকৃত ফিডে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল লোগোতে বাদ পড়ে পাকিস্তানের নাম। এরপর গতকাল লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে হঠাৎই বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত, যা এখন আলোচনার তুঙ্গে।
পরপর দু’দিনের বিতর্কিত ঘটনায় আয়োজক পাকিস্তান ও আইসিসি উভয়পক্ষই নাকি বিব্রত। বাংলাদেশ-ভারত ম্যাচে পাকিস্তানের নাম ফিড থেকে সরে যাওয়ার বিষয়টিকে আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। যার রেশ না কাটতেই গতকাল শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের জায়গায় বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। ‘জনগণ মনো’র সুর মৃদু থাকলেও, ‘ভারত ভাগ্যবিধাতা’ জোরে বাজতেই সবার সম্বিৎ ফিরে আসে।
এই ঘটনা পাকিস্তানের জন্য এমনিতেই বিব্রতকর পরিস্থিতি তৈরি করার কথা। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তারা রাজনৈতিক বৈরিতার বাধা কাটিয়ে তাদের মাটিতে খেলতে রাজি করাতে পারেনি। ফলে রোহিত-কোহলিদের ম্যাচ হচ্ছে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে। আয়োজক হয়েও পাকিস্তানকে সেখানে গিয়েই ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নামতে হচ্ছে। এরই মাঝে নিজেদের মাটিতে বৈরি সম্পর্ক থাকা ভারতের জাতীয় সংগীত বাজানো আলোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে পিসিবি ও আইসিসি বিব্রতবোধ করার পাশাপাশি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে জানিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।
ওই প্রতিবেদনে উভয়পক্ষ জানিয়েছে, আমাদের সঙ্গে চুক্তিতে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে। তবে তাদের ভুল ইতোমধ্যে আলোচনার খোরাক হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচের সরাসরি সম্প্রচারিত ফিডে দেখা যায়নি পাকিস্তানের নাম। সাধারণত টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নামও স্ক্রিনের এক কোণায় প্রদর্শনের কথা ছিল। যেমনটা খেলোয়াড়দের জার্সিতে থাকে। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচে ছিল পাকিস্তানের নামটি। যা নিয়ে বেজায় ক্ষেপেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। যার ব্যাখ্যা চেয়ে তারা আইসিসিকে চিঠিও দেয়। অবশ্য এরপর আর কোনো ম্যাচে সেই ত্রুটি দেখা যায়নি।
ওই ঘটনায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বরাতে ক্রিকইনফো বলছে, আগেভাগেই গ্রাফিক্স প্রস্তুত করে আইসিসি ফিডের (খেলার সম্প্রচারে ব্যবহার) জন্য সরবরাহ করা হয়েছিল। যেখানে লোগোর নিচেই আয়োজক পাকিস্তানের নাম রয়েছে। তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পিসিবি, বাংলাদেশ-ভারত ম্যাচের বিতর্কিত ঘটনায় তারা নাখোশ। সেজন্য আর কোনো ম্যাচে যেন এমনটা না ঘটে সেই নিশ্চয়তা চেয়েছে পিসিবি। এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘এটি টুর্নামেন্টের লোগো নয়, তবে টুর্নামেন্টের লোগোর ওয়াটারমার্ক অনুযায়ীই বানানো হয়েছে।’ আইসিসির ওই ফিডের প্রস্তুতকারক সানসেট+ভাইন নামে একটি প্রতিষ্ঠান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: