শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


শান্তর ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:১১

ছবি সংগৃহীত

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরুর পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত। তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম। ভালো শুরুর পর দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় নিউজিল্যান্ড। আক্রমণে এসেই সাফল্যের দেখা পান মাইকেল ব্রেসওয়েল। ওভারের দ্বিতীয় বলটি মিডউইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তামিম, ভালো টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেছেন তামিম।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনে নেমে ব্যর্থ এই অলরাউন্ডার। অবশ্য উইকেটে এসেই বোলারের মাথার উপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে শুরু করেছিলেন তিনি। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে উইল ও’রুর্ককে অন সাইডে খেলতে গিয়ে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন। তার আগে ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

মিরাজের পর উইকেটে এসে বেশ ভুগেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং সহায়ক উইকেটেও কিউই বোলারদের সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন এই ব্যাটার। গত ম্যাচে সেঞ্চুরি করা হৃদয় আজ একেবারেই ব্যর্থ। ২৪ বল খেলে করেছেন মাত্র ৭ রান।

হৃদয়ের ধীরগতির ব্যাটিংয়ের প্রভাব পড়ে দলের রান রেটেও। ফলে উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তাতে হিতে বিপরীত হয়। ২৩তম ওভারে ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ২ রান।

মুশফিক-হৃদয় দ্রুত ফেরার পর বড় দায়িত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। অভিজ্ঞ এই ব্যাটার এমন পরিস্থিতি থেকে দলকে অনেকবার রক্ষা করেছেন। তবে এবার আর পারলেন না। অল্পেই যেন ধৈর্য হারালেন তিনি। ২৭তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি, ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ডম্যানে। সেখানে দাঁড়িয়ে থাকা ও’রুর্ক সহজ সুযোগ হাতছাড়া করেননি। ৪ রান করে মাহমুদউল্লাহ ফেরায় বিপদে বাংলাদেশ।

তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল হয়েছেন তিনি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে প্রতিরোধ গড়েন তিনি। তাতে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন। এরপরও দেখে-শুনে খেলছিলেন। তবে ৩৮তম ওভারে ও’রুর্ককে পুল করতে গিয়ে ভুল করেন বাংলাদেশ অধিনায়ক। একেবারেই টাইমিং হয়নি, বল সোজা উপরে ওঠে যায়। ব্রেসওয়েলের হাতে ধরা পড়ার আগে ১১০ বলে ৭৭ রান করেছেন শান্ত।

আট নম্বরে ব্যাট করতে এসে পাল্টা আক্রমণ করেন রিশাদ হোসেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ২ চার আর এক ছক্কায় ২৫ বলে করেছেন ২৬ রান। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে ফিনিশিংয়ের চেষ্টা করেন জাকের আলি। তবে ভাগ্য তার সহায় হয়নি। রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরার আগে ৪৫ রান এসেছে তার ব্যাট থেকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top