বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


নেপালকে হারিয়ে আবার লিড বাংলাদেশের


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৩৪

ছবি সংগৃহীত

পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে আবার লিড নিয়েছে বাংলাদেশ। পল্টন ময়দানে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দল। আগের ম্যাচের মতো আজকের ম্যাচও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

দ্বিতীয় ম্যাচ দারুণভাবে জয়ের পর তৃতীয় ম্যাচের শুরু থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল নেপাল। প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে। মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। আর এক সময় ব্যবধান কমিয়ে ম্যাচে এগিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশও ঘুরে দাঁড়ায়। এক সময় নেপাল এগিয়েছে। আবার প্রতিপক্ষকে টপকে বাংলাদেশও লিড নিয়েছে। সিরিজে এগিয়ে যেতে দুই দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে ম্যাচের শেষ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে। আগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top