শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


সান্ত্বনার জয়ের খোঁজে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০০:২২

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে বিদায় নিশ্চিত বাংলাদেশ ও পাকিস্তানের। ‘এ’ গ্রুপের লড়াইয়ে দুদলই নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এবার আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টাইগারদের হারিয়ে শেষটা ভালো করতে চায় আয়োজক দেশটি। অন্যদিকে নাজমুল হোসেন শান্তরাও পাকিস্তান থেকে ফিরতে চান ন্যূনতম সুখস্মৃতি নিয়ে।

রাওয়ালাপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই। দুদলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ধারে কাছেও নেই বাংলাদেশ। এখন পর্যন্ত ৩৯ দেখায় পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৫টিতে। আর পাকিস্তানের মাটিতে ১২ দেখায় এখনও জয়ের স্বাদ পায়নি টিম টাইগার্স।

যদিও এই রাওয়ালপিন্ডিতেই সুখস্মৃতি আছে বাংলাদেশের। গতবছর পাকিস্তানকে ২-০ ব্যবধ্যানে টেস্টে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। তবে ভিন্ন ফরম্যাট হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দুদলের তিন দেখায় বাংলাদেশ একটিতে জিতেছে। আর পাকিস্তান জিতেছে দুটিতে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দুদলের প্রথম দেখা হতে চলেছে।

দুদলের সবশেষ পাঁচ দেখাতেও এগিয়ে পাকিস্তান। ৩টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে দুটিতে। রাওয়ালপিন্ডিতে একবার দেখা হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের। সেখানে স্বাগতিকরাই জিতেছিল।

চলতি আসরে দুদলই ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত কোনো গুরুত্ব না থাকলেও লড়াইটা খালি হাতে না ফেরার। অবশ্য বাংলাদেশকে হারিয়ে শেষ ভালো করার কথা জানালেন পাকিস্তান হেড কোচ আকিফ জাভেদ। বলেছেন, ‘ম্যাচটা যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কেননা একবার যখন পড়ে যাবেন, আপনি তখন ঘুরে দাঁড়িয়ে কিছু করে দেখানোর চেষ্টা করবেন। বলব কাল খুবই গুরুত্বপূর্ণ দিন। এই ম্যাচকে সামনে রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি এবং এগিয়ে যেতে চাচ্ছি।’

বাংলাদেশও অবশ্য খালি হাতে ফিরতে চাচ্ছে না। পাকিস্তানকে হারাতে মুখিয়ে টিম টাইগার্স। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন অতীত ভুলে কালকের ম্যাচে কিভাবে ভালো করা যায় সে কথা। বলেছেন, ‘আগে আমরা কী করেছি, এটা নিয়ে একদমই ভাবছি না। কালকে ভালো করতে হবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটিং ভালো করতে পারিনি, এটাই চিন্তার ব্যাপার। প্রথম ম্যাচে টপ অর্ডার, গত ম্যাচে মিডল অর্ডার ভালো করেনি। এখানে দ্রুত আমাদের সমস্যা ঠিক করতে হবে। উইকেট ভালো, আরও ভালো ব্যাট কীভাবে করা যায়, সেটাই ভাবছি।’

বাংলাদেশ অবশ্য নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষেও নামতে পারে। অন্যদিকে পাকিস্তান অবশ্য দুটি পরিবর্তন আনতে পারে। শাহিন আফ্রিদিকে বসিয়ে মোহাম্মদ হাসনাইনকে দলে নিতে পারে। আর ইমাম উল হকের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন উসমান খান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top