হারের পর শাস্তি পেলেন চেন্নাই অধিনায়ক ধোনি
প্রকাশিত:
১১ এপ্রিল ২০২১ ২০:২৫
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ০২:৩৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে নিজেদের শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস।
দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই।
নিজের শুরুটাও একেবারেই যাচ্ছেতাই পারফরম্যান্স হলো চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
ব্যাট হাতে টিকেছেন মাত্র ২ বল। শূন্য রানে আউট হয়ে ফেরেন সাজঘরে।
অভিষিক্ত অধিনায়ক ঋষভ পন্তের কাছে হেরে গেল তার কয়েক যুগের অভিজ্ঞতা।
এতেও শনির প্রভাব কাটেনি ধোনির ভাগ্যরেখায়। ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হয়েছে তাকে।
আইপিএল কর্তৃপক্ষের বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ— শনিবার রাতের ম্যাচে স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হন চেন্নাই অধিনায়ক ধোনি। এ জন্য ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে। টুর্নামেন্টে দলের প্রথম ‘অপরাধ’ হিসেবে বিবেচিত হয়ে লঘুশাস্তি পেয়েছে চেন্নাই। শুধু অধিনায়ককেই জরিমানা করা হয়েছে আপাতত। এর পর একই ভুল হলে ২৪ লাখ রুপি জরিমানা দিতে হবে ধোনিকে। পাশাপাশি দলের প্রত্যেক সদস্যকে ছয় লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।
আর তৃতীয়বার অভিযুক্ত হলে ৩০ লাখ রুপি জরিমানা দিতে হবে ধোনিকে। সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞা। দলের বাকিদের ১২ লাখ রুপি জরিমানা অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
আইপিএল
আপনার মূল্যবান মতামত দিন: