মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫, ২৭শে ফাল্গুন ১৪৩১


চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, বাংলাদেশের ঘরে এলো কত


প্রকাশিত:
১০ মার্চ ২০২৫ ১৩:২৯

আপডেট:
১১ মার্চ ২০২৫ ২৩:৩৪

ছবি সংগৃহীত

২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুনরাবৃত্তি হয়নি দুবাইয়ে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ফাইনালেও হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি শিরোপা ঘরে তুলল ভারত। এবার কিউইদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ৪ উইকেটে জয় পায় ভারত।

শিরোপা জেতার দিনে চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানিও পেয়েছে ভারত। পূর্ব ঘোষণা অনুযায়ী, মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। আর রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল থেকে বাদ পড়েছে, দুই দলের জন্যই ছিল ৫ লাখ ৬০ হাজার ডলারের প্রাইজমানি। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

এদিকে বাংলাদেশ এবারের আসর শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। তাদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর ‘বি’ গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ৬ষ্ঠ স্থানের জন্য আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার কাছাকাছি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top